নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলে ‘ওয়ার্কস ফর এভরিওয়ান’ নামীয় একটি সংগঠন ইন্টারনেটে এক অন্ধকার জগৎ ‘ব্লুু হোয়েল’ গেইম বন্ধের দাবি ও জনসচেতনতা গড়ে তোলার লক্ষে মঙ্গলবার(১০ অক্টোবর) সকালে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত ওই মানববন্ধনে বক্তব্য রাখেন, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, যুগ্ম-সম্পাদক হাবিব খান এবং ওয়ার্কস ফর এভরিওয়ান সংগঠনের যুগ্ম-আহ্বায়ক এসএম অনন্ত প্রমুখ। বক্তরা অবিলম্বে এই গেইম তাৎক্ষণিক বন্ধ ও এই গেইমের অ্যাডমিনদের আইনের আওতায় আনার দাবি জানান। মানববন্ধনে ওয়ার্কস ফর এভরিওয়ান নামক সংগঠনের অ্যাডমিন, সদস্য, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।
উল্লেখ্য, ‘ব্লু হোয়েল’ নামের সাইকোলজিক্যাল গেইমটি যুবদের মস্তিস্ক বিকৃতি ঘটায় এবং ধীরে ধীরে মৃত্যুর দিকে ধাবিত করে।