মঙ্গলবার, মার্চ ২৮, ২০২৩
Homeটাঙ্গাইল জেলা‘ব্লু হোয়েল’ গেইম বন্ধের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন

‘ব্লু হোয়েল’ গেইম বন্ধের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলে ‘ওয়ার্কস ফর এভরিওয়ান’ নামীয় একটি সংগঠন ইন্টারনেটে এক অন্ধকার জগৎ ‘ব্লুু হোয়েল’ গেইম বন্ধের দাবি ও জনসচেতনতা গড়ে তোলার লক্ষে মঙ্গলবার(১০ অক্টোবর) সকালে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত ওই মানববন্ধনে বক্তব্য রাখেন, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, যুগ্ম-সম্পাদক হাবিব খান এবং ওয়ার্কস ফর এভরিওয়ান সংগঠনের যুগ্ম-আহ্বায়ক এসএম অনন্ত প্রমুখ।  বক্তরা অবিলম্বে এই গেইম তাৎক্ষণিক বন্ধ ও এই গেইমের অ্যাডমিনদের আইনের আওতায় আনার দাবি জানান। মানববন্ধনে ওয়ার্কস ফর এভরিওয়ান নামক সংগঠনের অ্যাডমিন, সদস্য, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।

উল্লেখ্য, ‘ব্লু হোয়েল’ নামের সাইকোলজিক্যাল গেইমটি যুবদের মস্তিস্ক  বিকৃতি ঘটায় এবং ধীরে ধীরে মৃত্যুর দিকে ধাবিত করে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -