ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যু

0
126

নিউজ টাঙ্গাইল ডেস্ক: ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। সোমবার নয়াদিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।এক টুইট বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন প্রণব মুখার্জির ছেলে অভিজিৎ মুখোপাধ্যায়।

এর আগে, গত ৯ আগস্ট রাতে দিল্লির বাড়িতে বাথরুমে পড়ে গুরুতর আহত হন প্রণব মুখার্জি। মস্তিষ্কের অস্ত্রোপচার করা হয়েছিল প্রণব মুখার্জির। এর পর তিন সপ্তাহের বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অস্ত্রোপচারের পর অবস্থার উন্নতি হয়নি। ১৩ আগস্ট থেকে গভীর কোমায় রাখা হয়েছিল তাকে। প্রণব মুখার্জি দীর্ঘ দিন ধরে ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। হাসপাতালে ভর্তির পর জানা যায় তিনি করোনায়ও আক্রান্ত।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।