রবিবার, মার্চ ২৬, ২০২৩
Homeটাঙ্গাইল জেলাভূঞাপুরে কারিগরি শিক্ষার্থীদের সনদ ও পুরস্কার বিতরণ

ভূঞাপুরে কারিগরি শিক্ষার্থীদের সনদ ও পুরস্কার বিতরণ

প্রতিনিধি, ভূঞাপুর: টাঙ্গাইলের ভূঞাপুরে কম্পিউটার কারিগরি শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (৪ জানুয়ারি) দুপুরে উপজেলার পৌর শহরের মডার্ন কম্পিউটার ইন্সটিটিউট কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে “কারিগরি শিক্ষা নিলে-বিশ্বজুড়ে কর্ম মিলে” স্লোগানকে সামনে রেখে ও প্রযুক্তির মানব কল্যাণে কারিগরি শিক্ষার আব্যশিকতা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলার ফলদা শরিফুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার দত্তের সভাপতিত্বে ও মডার্ন কম্পিউটার ইন্সটিটিউটের পরিচালক লিয়াকত আলী তালুকদারের সঞ্চালনায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মো. বেলাল হোসেন।

বিশেষ অতিথি ছিলেন- ইবরাহীম খাঁ সরকারি কলেজের কম্পিউটার অপারেশন বিভাগীয় প্রধান মো. রেজাউল করিম, ভূঞাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান তরফদার, ভূঞাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আতোয়ার রহমান তালুকদার মিন্টু, সহ-সভাপতি সৈয়দ সরোয়ার সাদী রাজু, দপ্তর সম্পাদক ফরমান শেখ, সদস্য মো. রফিকুল ইসলাম রবি প্রমুখ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -