মঙ্গলবার, অক্টোবর ১৫, ২০২৪
Homeটাঙ্গাইল জেলাভূঞাপুরে চেয়ারম্যান পদপ্রার্থী মর্তুজ আলীর প্রথম নির্বাচনী সভা

ভূঞাপুরে চেয়ারম্যান পদপ্রার্থী মর্তুজ আলীর প্রথম নির্বাচনী সভা

ফরমান শেখ: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে চেয়ারম্যান ও মেম্বার পদপ্রার্থীরা নিজ নিজ এলাকাগুলোতে প্রচার-প্রচারণা, পথসভা ও গণসংযোগ চালাতে শুরু করেছেন। এরইধারাবাহিকতায় টাঙ্গাইলের ভূঞাপুরে ৫নং অলোয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রথম নির্বাচনী আলোচনা সভা করেছেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মর্তুজ আলী।
গত সোমবার রাতে উপজেলার ৫নং অলোয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণদের উদ্যোগে নিকলা নতুন বাজারে মর্তুজ আলীর এই প্রথম নির্বাচনী আলোচনা সভার আয়োজন করেন। আলোচনা সভার শুরুতেই ওয়ার্ডের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তাকে জনসমর্থন জানিয়ে স্বাগত বক্তব্য রাখেন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও অলোয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী মর্তুজ আলী তার প্রথম নির্বাচনী আলোচনা সভায় বলেন-
জনকল্যাণের লক্ষ্যে বিগত বছরগুলোতে ছয় বার অলোয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হয়ে নির্বাচন করেছি। কিন্তু জনগণ আমাকে ভোট দিলেও স্বার্থলোভী কিছু ব্যক্তিদের কারণে জয়লাভে ব্যর্থ হই। তারপরও হাল ছাড়েনি। জনসেবায় কাজ করতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে তাঁর সুযোগ্য কন্যা জননেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে আরও শক্তিশালী করতে ৭ম বারের মতো চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে আপনাদের কাছে আসছি।
জনগণের দোয়া ও সমর্থনের আহবান জানিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মর্তুজ আলী
বলেন- বিগত দিনে যারা নির্বাচিত হয়েছেন তারা এ ইউনিয়নকে ভাল কিছু উপহার দিতে পারেনি। করেনি রাস্তা-ঘাটের উন্নয়ন। এবার আমাকে এ নির্বাচনে আপনারা দলমত নির্বিশেষে ভোট দিয়ে বিজয়ী করলে এ ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের উন্নয়নের রোল মডেলসহ গরীব-দুঃখী মেহনতি মানুষের কল্যাণে কাজ করার সুযোগ চাই। আমাকে শেষবারের মত আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করবেন।
তিনি বলেন, টাঙ্গাইল- ২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের মাননীয় সংসদ সদস্য ছোট মনির মহোদয়ের দিক নির্দেশনায় নির্বাচনী প্রচারণা শুরু করেছি। আমার বিশ্বাস গতবারের ন্যায় এবারো নৌকা প্রতীক আমাকেই দেয়া হবে। আমাকে নৌকা মার্কা দিলে জনগণের বিপুল ভোটে জয়লাভ করে এ ইউনিয়নকে নৌকা উপহার দিতে পারব। তিনি আরও বলেন- আমি নির্বাচিত হলে আমার এ ইউনিয়নে মাদক, সন্ত্রাস, বাল্য বিয়ে ও জুয়া বন্ধে কাজ করে যাব। এ ইউনিয়নের প্রতিটা ওয়ার্ডকে ডিজিটাল ও আদর্শ গ্রাম হিসেবে গড়ে তুলব। এ জন্য সকলের দোয়া ও সর্বাত্মক সহযোগিতা কামনা করি।
এছাড়া নির্বাচনী আলোচনা সভায় বক্তব্য রাখেন- স্থানীয় বীরমুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, ৯ নং ওয়ার্ডের মেম্বার ও আ’লীগ নেতা মো. হেকমত মন্ডল, সাবেক মেম্বার আব্দুল গফুর মিয়া, হযরত আলী, টাঙ্গাইল জেলা জাতীয় পার্টি (জাপা) যুবসংগতির আহবায়ক মো. জাহাঙ্গীর হোসেন, মানবাধিকারকর্মী শামসুন্নাহার, অলোয়া ইউনিয়নের প্রজন্মলীগের আহবায়ক ও অনুষ্ঠানের সঞ্চালক মো. রাজু আহমেদ প্রমুখ। আলোচনা সভায় ৯ নং ওয়ার্ডের শতশত লোক অংশ নেয়।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -