বৃহস্পতিবার, জানুয়ারি ১৬, ২০২৫
Homeটাঙ্গাইল জেলাভুয়াপুরভূঞাপুরে টিনের চাল কেটে চুরি

ভূঞাপুরে টিনের চাল কেটে চুরি

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলে ভূঞাপুরে থানা মার্কেটের লামিয়া স্টোর নামক মুদি দোকানের টিনের চাল কেটে এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে নগদ টাকা, গুরো দুধ, কসমেটিক্স ও মসলা জাতীয় দ্রব্যাদীসহ ৩ লক্ষাধীক টাকার ক্ষয়খতি হয়েছে বলে জানা গেছে।

দোকান মালিক মো. লাল মিঞা জানান, “গত রবিবার রাতে প্রতিদিনের ন্যায় যথা সময়ে দোকান বন্ধ করে চলে যান। সোমবার (২৯ জুলাই) সকালে দোকান খুলে অধিকাংশ মালামাল ও ক্যাশ বাক্সটি এলোমোলো দেখতে পান। পরবির্তিতে দোকানের পেছন দিকে টিনের চাল কাটা দেখে তাতক্ষণিক বিষয়টি থানা ও বাজার সমিতির নেতাদের অবহিত করেন। এতে নগদ টাকা, গুরো দুধ, কসমেটিক্স ও মসলা জাতীয় দ্রব্যাদীসহ ৩ লক্ষাধীক টাকার ক্ষয়খতি হয়েছে বলে তিনি জানান।”

বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মুকুল জানান, “একদম থানা সংলগ্ন দোকান টিতে চুরির ঘটনায় আমি হতবাগ। ওসি সাহেবের সাথে কথা বলেছি। তিনি এ চুরির ঘটনায় দ্রুত পদক্ষেপ নেবেন।”

এ ব্যাপারে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মো. রাশিদুল ইসলাম বলেন, “চুরির বিষয়টি আমি শুনেছি। আমাদের সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোর সনাক্ত করে দ্রুত যথাযথ ব্যবস্থা নেব।”

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -