শুক্রবার, ফেব্রুয়ারি ৭, ২০২৫
Homeটাঙ্গাইল জেলাভূঞাপুরে ত্রাণ পেয়ে খুশি চরের বানভাসি মানুষ

ভূঞাপুরে ত্রাণ পেয়ে খুশি চরের বানভাসি মানুষ

নিজস্ব প্রতিবেদক: উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বর্ষণে টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীর বন্যায় কয়েক সপ্তাহ পানিবন্দি হাজার হাজার মানুষ। এর ফলে পরিবার-পরিজন নিয়ে চরম দুর্ভোগ, ভোগান্তি ও বিপাকে পড়েছেন চরাঞ্চলের খেটে-খাওয়া বানভাসি মানুষগুলো। এসব মানুষের পাশে দাঁড়াতে ত্রাণ সামগ্রী বিতরণ করছেন উপজেলা প্রশাসন।

এরই ন্যায় শনিবার (১৩ জুলাই) দুপুরে উপজেলার গাবসারা ইউনিয়নের চর চন্দুনী, নিকলাপাড়াসহ বিভিন্ন এলাকায় হাজারো পরিবারের ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে। ত্রাণ বিতরণকালে প্রধান অতিথি ছিলেন- টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য ছোট মনির।

ত্রাণ পেয়ে খুশি নিকলাপাড়া গ্রামের বয়োজ্যেষ্ঠ হাজেরা বেগম, রোকেয়া বেগম ও কদ্দুস মিয়া ও আরও অনেকে। তারা বলেন- ১০/১২ দিন ধরে আমরা পানিবন্দি। ঘরে খাবার সংকট ছিল। এমন সময় আমাদের এমপি ছোট মনির ত্রাণ নিয়ে হাজির হয়েছেন। ত্রাণ পেয়ে আমরা অনেক খুশি হয়েছি।

ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান মোছা: নার্গিস বেগম, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মামুনুর রশীদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, সাদিয়া আফরিন খানম লোপা, থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসান উল্লাহ্, গাবসারা ইউপি চেয়ারম্যান শাহ আলম শাপলা আকন্দ প্রমুখ।

প্রসঙ্গত, উপজেলার অর্জুনা, নিকরাইল ও গোবিন্দাসী ইউনিয়নের দেড় হাজারের অধিক পরিবারের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করা হয়। এনিয়ে পানিবন্দি প্রায় আড়াই হাজার পরিবার ত্রাণ সহায়তা পেলেন। এছাড়াও উপজেলার চিতুলিয়াপাড়া, মাটিকাটা, কোনাবাড়ী ও পাটিতাপাড়াসহ বিভিন্ন ভাঙন কবলিত এলাকায় জিও ব্যাগ ডাম্পিং করা হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -