শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
Homeজাতীয়চাকরির খবরভূঞাপুরে দুই বাসের প্রতিযোগিতায় প্রাণ গেল পথচারীর, আহত ১০

ভূঞাপুরে দুই বাসের প্রতিযোগিতায় প্রাণ গেল পথচারীর, আহত ১০

নিজস্ব প্রতিবেদক: বেপরোয়া গতির দুই বাসের আগে প্রতিযোগিতার সময় টাঙ্গাইলের ভূঞাপুরে মোড় ঘুরাতে নিয়ন্ত্রণহীন হারিয়ে বেপরোয়া গতির এক বাসের চাপায় আব্দুল হা‌লিম (৫৫) নামে এক পথচারী নিহত হ‌য়ে‌ছেন। এ ঘটনায় নারী-শিশুসহ আহত হ‌য়ে‌ছেন কমপক্ষে আরও ১০ জন।

বুধবার (২৫ সে‌প্টেম্বর) সকাল সা‌ড়ে ৮টার দি‌কে টাঙ্গাইল-ভূঞাপুর-তারাকা‌ন্দি আঞ্চ‌লিক মহাসড়‌কের উপ‌জেলার অর্জুনা ইউনিয়নের কু‌ঠিবয়ড়া বাজার মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল হা‌লিম কু‌ঠিবয়ড়া গ্রা‌মের বা‌সিন্দা। তিনি পেশায় জিলাপি ব্যবসায়ী ছিলেন। কু‌ঠিবয়ড়া বাজার মো‌ড়েই তার একটি মুদি দোকান রয়েছে।

প্রত‌্যক্ষদর্শীরা জানান, ঢাকা থে‌কে ছে‌ড়ে আসা তারাকা‌ন্দিগামী এসএস ট্রা‌ভেলস ও ভাই ভাই প‌রিবহ‌ন না‌মে দুটি যাত্রীবা‌হী বাস বেপ‌রোয়া গ‌তি‌তে যাচ্ছিল। হঠাৎ বাস‌ দু‌টি কু‌ঠিবয়ড়া বাজার মোড় পৌঁছলে এসএস ট্রা‌ভেলস বাস‌টি নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে সড়‌কের থাকা এক পথচারী‌কে চাপা দি‌য়ে বসতঘ‌রের ওপর প‌ড়ে যায়। এতে ঘ‌রে থাকা দুই নারীসহ বাসের কমপক্ষে ১০ যাত্রী আহত হন

কু‌ঠিবয়ড়া গ্রা‌মের শাহীন জানান, দুর্ঘটনার সময় বৃ‌ষ্টি হচ্ছিল। হা‌লিম সড়‌কের মো‌ড়ে থাকা ভ‌্যান‌টি প‌লি‌থিন দি‌য়ে ঢে‌কে দেওয়ার সময় বাস‌টি তা‌কে চাপা দেয়। ‌এছাড়া বাস‌টি নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে ঘ‌রের ওপর উঠে যায়। প‌রে স্থানীয়রা বা‌সে থাকা যাত্রী‌দের উদ্ধার ক‌রেন।

ঘ‌রের মা‌লিক শার‌মিন আক্তার ব‌লেন, সকালে ঘ‌রে ঘু‌মি‌য়ে ছিলাম। হঠাৎ ব‌্যাপক শব্দ হয়। ভে‌বে‌ছিলাম ঘ‌রের ওপর গাছ প‌ড়ে‌ছে। কিন্তু প‌রে দে‌খি ঘ‌রের ওপর গা‌ড়ির মাথা। এতে আমি আট‌কে পড়‌লে মান‌ুষজন এসে উদ্ধার ক‌রে। শিশু সন্তানটা দূরে ছিল বিধায় দুর্ঘটনা থেকে রক্ষা পে‌য়ে‌ছে। এছাড়া অপর পা‌শের ঘ‌রে আমার শাশু‌ড়ি ছিলেন। তিনি ওই ঘ‌র ভে‌ঙে আহত হ‌য়ে‌ছেন।

এ ব্যাপারে ভূঞাপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম রেজাউল ক‌রিম ব‌লেন, বাস দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ হয়। এ ঘটনায় এক পথচারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন যাত্রী।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -