নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মোছা. পপি খাতুন।
বোববার (১০ নভেম্বর) বিকেলে মোছা. পপি খাতুন কর্মস্থলে যোগদান করেন। এ সময় ফুলেল শুভেচ্ছায় তাকে স্বাগত জানান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিমা বিনতে আখতার।
এ সময় উপজেলা কৃষি অফিসার মো. মোখলেছুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম প্রমুখসহ অন্যান্য দফতরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় সূত্রে জানা গেছে, মোছা. পপি খাতুন ভূঞাপুরে যোগদানের আগে নীলফামারী জেলা প্রশাসক কার্যালয়ের আরডিসি (রেভিনিউ ডেপুটি) কালেক্টর হিসেবে কর্মরত ছিলেন।
এরপর নওগাঁ জেলার পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার বাড়ি গাইবান্ধা। তিনি প্রশাসন বিভাগের ৩৫তম বিসিএস ক্যাডার।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. পপি খাতুন বলেন, ভূঞাপুর উপজেলায় ইউএনও হিসেবে সদ্য যোগদান করেছি। এই উপজেলার মান ও উন্নয়ন বৃদ্ধির লক্ষে সকলের কাছে সার্বিক সহযোগিতা কামনা করছি।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।