নিজস্ব প্রতিবেদক: দ্বিতীয় ধাপে আগামী ২১ মে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পরিষদ পরিষদ নির্বাচনে জেলার প্রথম নারী উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোছা: নার্গিস বেগমের (দোয়াত কলম) প্রতীক জয়ী করতে নির্বাচনী প্রচারণার শেষ সময়ে আখররি মিছিল করেছে নেতাকর্মীরা।
শনিবার (১৮ মে) বিকাল ৫ টায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী নার্গিস বেগমের নেতৃত্বে উপজেলা পরিষদ থেকে দোয়াত কলম প্রতীকের একটি মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা সংলগ্ন স্লুইসগেটে গিয়ে শেষ হয়।
এরআগে দুপুর থেকে উপজেলার ৬ টি ইউনিয়ন ও ১টি পৌরসভাসহ বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিলে নিয়ে পোস্টার, ব্যানার, ফেস্টুন ও স্লোগানে স্লোগানে পরিষদ চত্বরে এসে সমবেত হন নেতাকর্মীরা।
এ সময় সাবেক ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম তালুকদার মোহন, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাসুদুল হক টুকু, নাঈমা ইসলাম লাকী, যুগ্ম সাধারণ সম্পাদক সাহিনুল ইসলাম তরফদার বাদল, সাংগঠনিক সম্পাদক খন্দকার জাহিদ হাসান, নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মুহাম্মদ আব্দুল মতিন সরকার, অলোয়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, নিকরাইল ইউপি চেয়ারম্যান মাসুদুল হক মাসুদ, ফলদা ইউপি চেয়ারম্যান সাইদুল ইসলাম তালুকদার দুদু, গোবিন্দাসী ইউপি চেয়ারম্যান দুলাল হোসেন চকদার, অর্জুনা ইউপি চেয়ারম্যান দিদারুল আলম খান মাহবুব, গাবসারা ইউপি চেয়ারম্যান শাহ আলম আকন্দ শাপলা, সাবেক ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, ভূঞাপুর উপজেলা ঔষধ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক কাজী রাশেদুল ইসলাম রাশেদসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়া ভাইস চেয়ারম্যান প্রার্থী মনিরুল ইসলাম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সাদিয়া আফরিন খানম লোপা ও মোছা: হোসনে আরা বেবীকেও নার্গিস বেগমের পক্ষে মিছিলে অংশ নেন।