শনিবার, অক্টোবর ১২, ২০২৪
Homeটাঙ্গাইল জেলাভূঞাপুরে প্লাস্টিকের বস্তায় চাল, দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড

ভূঞাপুরে প্লাস্টিকের বস্তায় চাল, দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড

নিজস্ব প্রতিবেদক: পাটজাত মোড়ক ব্যবহার না করে প্লাস্টিকের বস্তায় চাল রাখা এবং মজুদের দায়ে টাঙ্গাইলের ভূঞাপুরে দুই চাল ব্যবসায়ীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৭ জুন) বিকালে উপজেলার গোবিন্দাসী বাজারে পাটজাত মোড়ক বাধ্যতামূলক ব্যবহার নিশ্চিত করণে এই ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালায় উপজেলা সহকারী কমিশন (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিমা বিনতে আখতার।

দুই চাল ব্যবসায়ী হলেন- গোবিন্দাসী বাজারের
আলম মন্ডল ও রবিউল ইসলাম। তারমধ্যে আলমকে ৭ হাজার ও রবিউলকে ৩ হাজারসহ মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিমা বিনতে আখতার জানান, পাটজাত মোড়ক ব্যবহার না করায় গোবিন্দাসী বাজারে অভিযান চালিয়ে দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। একইসঙ্গে ব্যবসায়ীদের সতর্ক ও প্লাস্টিকরোধে লিফলেট বিতরণ করা হয় এবং এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -