নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে ৫২তম জাতীয় সমবায় দিবসের ব্যানারে র্যালি লেখা থাকলেও শুধু ফটোশসন (ছবি তোলেই) র্যালি শেষ করা হয়েছে। পরে অস্থায়ী মঞ্চে জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন করা হয়। র্যালিতে হাতে-গোনা কিছু লোক নিয়ে ফটোশসন করায় নানা মহলে আলোচনা-সমালোচনার ঝড় বইছে।
শনিবার (৪ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বরে অস্থায়ী মঞ্চের সামনে অতিথিদের নিয়ে ছবি তোলার ঘটনা ঘটে এবং ছবি তোলা শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়াম আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কর্মকর্তা কার্যালয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছা: নার্গিস বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিমা বিনতে আখতার, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক, ভূঞাপুর প্রেসক্লাব সভাপতি শাহ্ আলম প্রামাণিক, বীর মুক্তিযোদ্ধা আশরাফ তালুকদার প্রমুখ।
এ প্রসঙ্গে উপজেলা সমবায় কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক বলেন, সমবায় দিবসের র্যালিটি উপজেলা পরিষদ চত্বর ঘুরে ছবি তোলা হয়েছে। শহরে যানজট থাকার কারণে র্যালিটি ওইভাবে করা হয়নি। বিষয়টি সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার মো. বেলাল হোসেন বলেন, আমি জেনেছি।