নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে আল্-আরাফাহ ইসলামী ব্যাংকের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে পৌর শহরের বাসস্ট্যান্ডস্থ আউটলেটের কার্যালয়ে এ কম্বল বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ব্যাংকের এলেঙ্গা শাখার ব্যবস্থাপক মো. আব্দুল মতিন।
এ সময় উপজেলা জামায়াতের আমীর মাওলানা নজরুল ইসলাম, সাংবাদিক আসাদুল ইসলাম বাবুল, পৌর আমীর শাহজাহান মিয়া, সেক্রেটারি নুরুল রহমান তালুকদার সেলিম, আরটিভির টাঙ্গাইল প্রতিনিধি ও ভূঞাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন, আউটলেট ম্যানেজার মাহফুজুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।