মঙ্গলবার, অক্টোবর ১৫, ২০২৪
Homeটাঙ্গাইল জেলাভূঞাপুরে সহপাঠীদের সঙ্গে ডোবায় গোসলে নেমে প্রাণ গেল শিশুর

ভূঞাপুরে সহপাঠীদের সঙ্গে ডোবায় গোসলে নেমে প্রাণ গেল শিশুর

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে সহপাঠীদের সঙ্গে ডোবার পানিতে গোসলে নেমে আরমান (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৫ আগস্ট) বেলা সাড়ে ১২ টার দিকে বাড়ির পাশের একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

আরমান উপজেলার নিকরাইল ইউনিয়নের সারপলশিয়া গ্রামের মো. বাদশা মিয়ার ছেলে।

প্রতিবেশী আবু বকর তালুকদার নিরব বলেন, সকালে আরমান তার সহপাঠিদের সঙ্গে বাড়ির পাশে ডোবার পানিতে গোসলে যায়। গোসল শেষে সহপাঠিরা চলে আসলেও সে বাড়ি ফিরেনি। পরে পরিবারের লোকজন খোাঁজাখুঁজি পরে বেলা সাড়ে ১২ টার দিকে বাড়ির পাশের ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করে স্বজনরা।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ভ‚ঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, খরব পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সহপাঠিদের সাথে ডোবায় গোসলে নেমে পানিতে ডুবে আরমান নামে ওই শিশুর মৃত্যু হয়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -