ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ একেএম কাউছার চৌধুরী জানান, বুধবার সকালে আজগর আলীর বাড়ির উপর পাশের বাড়ির আবু বক্করের বাড়ির গাছ হেলে পড়ে থাকে। এ কারণে আজগর আলী সেই হেলে থাকা গাছ কেটে দিতে বলেন। এ নিয়ে উভয় পরিবারের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। পরে এ ঘটনায় দুপুরে সালিশী বৈঠকের আয়োজন করা হয়।
সালিশী বৈঠকে এলাকার কয়েকজন মাতব্বরের উপস্থিতিতে বৈঠকের কার্যক্রম শুরু হওয়ার সাথে সাথে আবু বক্কর ও তার লোকজন লাঠি দিয়ে আজগর আলীকে পেটাতে থাকে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে তবে এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান ওসি।