বুধবার, মার্চ ২২, ২০২৩
Homeটাঙ্গাইল জেলাভূঞাপুরে সিরাজকান্দি দাখিল মাদরাসায় তৃতীয়বারের মতো সভাপতি মোমেন সরকার

ভূঞাপুরে সিরাজকান্দি দাখিল মাদরাসায় তৃতীয়বারের মতো সভাপতি মোমেন সরকার

প্রতিনিধি, ভূঞাপুর: টাঙ্গাইল ভূঞাপুর উপজেলার সিরাজকান্দি দাখিল মাদরাসার শিক্ষার্থীদের পড়াশোনা ও মাদরাসার মান উন্নয়নে বিশেষ অবদান রাখায় তৃতীয়য়বারের মতো আবারও সভাপতি নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক মুহাম্মদ আব্দুল মোমেন সরকার। তিনি নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও নিকরাইলের সাবেক ইউপি চেয়ারম্যান মুহাম্মদ আব্দুল মতিন সরকারের ছোট ভাই।

বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে সদ্য সভাপতি নির্বাচিত মুহাম্মদ আব্দুল মোমেন সরকার এ বিষয়টি নিশ্চিত করেছেন। এরআগে মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) মাদরাসার গঠনতন্ত্রের প্রক্রিয়া ও মাদরাসার ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্যেদের ভোটের মাধ্যমে তিনি সভাপতি নির্বাচিত হন। পরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমি সুপারভাইজার আনোয়ার পারভেজ মোমেন সরকারকে তৃতীয়বারের মতো সভাপতি নির্বাচিত ঘোষণা করেন।

সভাপতি মোমেন সরকার বলেন, ‘বিগত দিনে দায়িত্বে থেকে শিক্ষার্থীদের পড়াশোনা ও মাদরাসার উন্নয়নে কাজ করেছি। সেই ধারাবাহিকতা ধরে রাখতে তৃতীয়বারের মতো আবারও সভাপতি নির্বাচিত করেছে মাদরাসার অভিভাবক সদস্যরা। তৃতীয়বারের মতো সভাপতি করায় মাদরসার অভিভাবক সদস্যবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীসহ সংশ্লিষ্টকে ধন্যবাদ জানাচ্ছি। সেইসাথে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করছি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -