শুক্রবার, ডিসেম্বর ১৩, ২০২৪
Homeটাঙ্গাইল জেলাভূঞাপুরে স্বাস্থ্য-সুরক্ষায় ১০ হাজার উপকারভোগীর নিবন্ধন কার্যক্রম উদ্বোধন

ভূঞাপুরে স্বাস্থ্য-সুরক্ষায় ১০ হাজার উপকারভোগীর নিবন্ধন কার্যক্রম উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অর্থনীতি ইউনিটের আওতায় স্বাস্থ্য-সুরক্ষা কর্মসূচি (এসএসকে) এর আওতায় টাঙ্গাইলের ভূঞাপুরে ১০ হাজার উপকারভোগী নিবন্ধন কার্যক্রম উদ্ধোধন করা হয়েছে। শনিবার (১৩ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ও উপজেলা পরিষদ মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। নিবন্ধন কার্যক্রম উদ্ধোধন করেন, প্রধান অতিথি টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য ছোট মনির।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মামুনুর রশিদের সভাপতিত্বে অতিথি ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান মোছা: নার্গিস বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফহিমা বিনতে আখতার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ড. মোহাম্মদ আব্দুস সোবহান, ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসান উল্লাহ্, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান সাদিয়া আফরিন খানম লোপা প্রমুখ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -