নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের ভূঞাপুরে ৪০০ পিস ইয়াবাসহ লেবু মিয়া (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। শুক্রবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার মাটিকাটা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। লেবু মিয়া উপজেলার চিতলিয়া পাড়া গ্রামের মৃত রহিম বক্সের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান টিটু এ তথ্য নিশ্চিত করে বলেন, লেবু মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন ধরনের মাদক দ্রব্য বিক্রি করে আসছেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শুক্রবার (১২ জানুয়ারি) সন্ধায় মাটিকাটা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।
এ ঘটনায় লেবু মিয়ার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে।