বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইল সদরভূঞাপুরে ৪ ইউনিয়নে বিএনপি’র সম্মেলন: সভাপতি-সম্পাদক হলেন যারা

ভূঞাপুরে ৪ ইউনিয়নে বিএনপি’র সম্মেলন: সভাপতি-সম্পাদক হলেন যারা

রফিকুল ইসলাম রবি, ভূঞাপুর: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ছয় ইউনিয়নের মধ্যে চার ইউনিয়নে বিএনপি’র সম্মেলন সম্পন্ন করেছে উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটি। ইউনিয়নগুলো হচ্ছে- অর্জুনা, গাবসারা, ফলদা ও অলোয়া। এসব ইউনিয়নে ভোটের মাধ্যমে সভাপতি ও সম্পাদক নির্বাচিত করা হয়েছে। পূর্ণাঙ্গ কমিটি এ মাসেই সম্পন্ন করা হবে। শনিবার ও রবিবার উপজেলা পৌর শহরের বিরামন্দী গ্রামের খাঁ বাড়ীতে সম্মেলনের আয়োজন করা হয়। সোমবার দুপুরে উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ও রফিকুল ইসলাম রবি বিষয়টি নিশ্চিত করেছেন।

সভাপতি-সম্পাদক হলেন, অর্জুনায় সভাপতি নিয়ামত আলী খান ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম দিলীপ, গাবসারায় সভাপতি রফিকুল ইসলাম বাবলু ভূইয়া ও সাধারণ সম্পাদক কাজী ইয়াদুজ্জামান, ফলদায় সভাপতি আব্দুল হান্নান সরকার ও সাধারণ সম্পাদক শাহ্জালাল তালুকদার শিমু এবং অলোয়ায় সভাপতি কামরুল হাসান ও সাধারণ সম্পাদক ওসমান গণি।

উপজেলা বিএনপি’র আহবায়ক অ্যাডভোকেট গোলাম মোস্তফার সভাপতিত্বে ও সদস্য সচিব সেলিমুজ্জামান তালুকদার সেলুর সঞ্চালনায় সম্মেলনে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আলী ইমাম তপন, যুগ্ম আহবায়ক কাজী শফিকুর রহমান লিটন, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট লুৎফর রহমান ভোলা, যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান তালুকদার বাবলু, পৌর বিএনপি’র আহবায়ক জাহাঙ্গীর হোসেন, সদস্য সচিব খায়রুজ্জামান খান প্রমুখ।

উপজেলা বিএনপি’র আহবায়ক অ্যাডভোকেট গোলাম মোস্তফা বলেন, ইতিমধ্যে উপজেলা ছয় ইউনিয়নের মধ্যে চার ইউনিয়ন ও পৌরসভায় ওয়ার্ড বিএনপির কমিটি সম্পন্ন করা হয়েছে। গত শনিবার ও রবিবার চার ইউনিয়নে সভাপতি-সম্পাদক নির্বাচিত করা হলেও পূর্ণাঙ্গ কমিটি সম্পন্ন করা হয়নি। তবে, চলতি মাসে দ্রুত সময়ের মধ্যে সভাপতি-সম্পাদকরা পূর্ণাঙ্গ কমিটি করবে এবং বাকি গোবিন্দাসী ও নিকরাইল দুই ইউনিয়নসহ ও উপজেলা এবং পৌরসভা বিএনপি’র কমিটি এ মাসের মধ্যেই সম্মেলনের কাজ শেষ করা হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -