বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২১, ২০২৩
Homeটাঙ্গাইল জেলাকালিহাতীভূঞাপুর-এলেঙ্গা সড়কে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ভূঞাপুর-এলেঙ্গা সড়কে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ৭ জন। মঙ্গলবার (১১ জুলাই) দুপুর ২টার দিকে বঙ্গবন্ধু সেতু পূর্ব-ভূঞাপুর-এলেঙ্গা আঞ্চলিক মহাসড়কের উপজেলার নগরবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহত ও আহত ব্যক্তিদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

এ ব্যাপারে কালিহাতী থানার উপ-পরিদর্শক (এসআই) মিন্টু ঘোষ ও টাঙ্গাইল জেনারেল হাসপাতালের দায়িত্বরত ট্রাফিক বক্সের এএসআই আতিকুর রহমান জানান, ভূঞাপুর থেকে ছেড়ে আসা ইট বোঝাই একটি ট্রাক এলেঙ্গার দিকে যাচ্ছিল।

পথিমধ্যে ট্রাকটি উপজেলার নগরবাড়ী এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে এলেঙ্গা থেকে ছেড়া আসা ভূঞাপুরগামী একটি সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক ও সিএনজির ৯ জন আহত হয়। পরে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -