নিউজ টাঙ্গাইল ডেস্কঃ টাঙ্গাইলের মধুপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক ভ্যানচালক নিহত হয়েছেন।
শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের মধুপুর পৌর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম আবদুল হামিদ মিয়া (৩৫)। তিনি উপজেলার আকাশী গ্রামের আবদুস সামাদের ছেলে।
স্থানীয়রা জানান, মধুপুর থেকে ময়মনসিংহ সড়কের দিকে ভ্যান নিয়ে যাচ্ছিলেন হামিদ মিয়া।
এ সময় পেছন থেকে ময়মনসিংহগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ভ্যানচালকের দেহ দুই খণ্ড হয়ে যায়।
ঘটনার পর ফায়ার সার্ভিসের একটি দল নিহতের লা’শ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ফায়ার সার্ভিসের টিম লিডার লাভলু ও ডিএসবি পুলিশের পরিদর্শক আব্বাস আলী নিহতের নাম-পরিচয় নিশ্চিত করেছেন।
এদিকে দুর্ঘটনার পর আঞ্চলিক মহাসড়কের দুই পাশে যানবাহন আটকে যানজটের সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।