শনিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৫
Homeটাঙ্গাইল জেলামধুপুরে নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

মধুপুরে নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

জাহিদুল কবির, মধুপুর: টাঙ্গাইলের মধুপুরে বংশাই নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে শাজাহান আলী (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার বংশাই নদীর বিএডিসি এলাকার গোঁজা খালে এ ঘটনা ঘটে।

শাজাহান আলী উপজেলার আউশনারা ইউনিয়নের বেলচুঙ্গি গ্রামের মৃত মুসলিম উদ্দিনের ছেলে।

পরিবার ও স্থানীয়রা জানান, সকালে ছেলে হাফিজুরকে সাথে নিয়ে বংশাই নদীর গোঁজা খালে মাছ ধরতে যায়। জালে আটকে থাকা বাঁশ সরাতে গিয়ে ডুব দেয়। পরে ডুব দিয়ে না উঠায় তার ছেলে নদীতে খোঁজাখুঁজি করে না পেয়ে স্থানীয়দের খবর দিলে তারাও খোঁজাখুঁজি করতে থাকে। একপর্যায়ে ঘটনাস্থলের একটু অদূরে তার মরদেহ ভেসে উঠে এবং উদ্ধার করে বাড়ি নিয়ে যায়।

এ ঘটনায় মধুপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমানকে একাধিকবার মোবাইল করা হলে রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -