শুক্রবার, জুন ৯, ২০২৩
Homeআমাদের টাঙ্গাইলমধুপুরে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে বৃদ্ধা শিক্ষিকার জমি জবর দখলের অভিযোগ

মধুপুরে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে বৃদ্ধা শিক্ষিকার জমি জবর দখলের অভিযোগ

মধুপুর প্রতিনিধি: মধুপুরে গারো বৃদ্ধা অবসর প্রাপ্ত শিক্ষিকা প্রতিভা সাংমা (৮০) এর বৈধ দখলীয় ৭০ শতাংশ জমি জবর দখল করেছে এলাকার প্রভাবশালী মহল।   উপজেলার ইদিলপুর গ্রামের মৃত সনাতন সাংমার মেয়ে চিরকুমারী প্রতিভা সাংমার আউশনারা মৌজার ৭০ শতাংশ জমি র্দীঘদিন ধরে পৈত্রিক সূত্রে বৈধ কাগজপত্রমূলে ভোগদখল করে আসছিল তিনি। তার নামে আরওআর ও বর্তমান রেকর্ড খারিজসহ হাল সনের খাজনা দিয়ে আসছে। যার দাগ নং-২৪৩১, খতিয়ান নং-১১৬/১১২৮, জেএল নং-২৩২।

জানা যায়,কিছু দিন পূর্বে একই গ্রামের সোহরাব আলীর ছেলে দুদু মিয়া ও মোঃ খালেক মিয়া উক্ত জমি জবর দখল করে চাষাবাদ শুরু করে। বিষয়টি স্থানীয় চেয়ারম্যান ও মাতাব্বরদের কাছে বিচার চেয়েও বিচার পাইনি বলে প্রতিভা সাংমা জানায়। তিনি প্রশাসনের বিভন্ন দপ্তরে বিচার চেয়ে আবেদন করেছেন।

উল্লেখ্য, প্রতিভা সাংমা বৃহত্তর ময়মনসিংহে গারো সমাজে সবার প্রিয় দিদি। সাদা মনের মানুষ হিসেবে এলাকায় তার খ্যাতি রয়েছে। তিনি শিক্ষা বিস্তারের জন্য সম্মাননাও পেয়েছেন।স্থানীয় আউশনারা ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফাকে বার বার ফোন করেও তাকে পাওয়া যায়নি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -