শনিবার, মার্চ ২৫, ২০২৩
Homeবিনোদনমনার প্রেমে পড়িমরি পরীমণি!

মনার প্রেমে পড়িমরি পরীমণি!

‘কী রোমান্টিক লুক! জাস্ট প্রেমে পড়ে যাওয়ার মতো আপনি মনা।’ মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সকাল সোশাল হ্যান্ডেলে এমন প্রেমময় সংলাপ জানিয়ে দিন শুরু করলেন নায়িকা পরীমণি।

কিন্তু কে এই মনা, কেনই বা তার প্রেমে পড়িমরি পরীমণি? না, সেটি নিয়ে লুকোছাপা করেননি স্পষ্টভাষী এই বিপ্লবী নায়িকা। মাহফুজ আহমেদ অভিনীত মুক্তি প্রতীক্ষিত ‘প্রহেলিকা’ সিনেমার গান ‘মেঘের নৌকা’র লিংক শেয়ার করে নায়িকা বললেন, মনার প্রেমে পড়ে যাওয়ার কথা!

এই সিনেমায় মাহফুজ আহমেদ অভিনয় করেছেন মনা চরিত্রে। ধারণা করা হচ্ছে, টিভি নাটকে অভিনেতার তুমুল জনপ্রিয় দুই চরিত্র নূরুল হুদা আর চৈতা পাগলাকেও ছাপিয়ে যাবে মনা। যার প্রথম আভাস মিললো পরীমণির জবানে।

‘মেঘের নৌকা’ গানটি অন্তর্জালে উন্মুক্ত হয়েছে সোমবার রাতে। সেটি দেখে এতটাই মুগ্ধ পরী, যার বহিঃপ্রকাশ ঘটালেন নেটাগরিকদের সঙ্গে। বললেন, ‘কী সুন্দর মিষ্টি একটা গান! যেমন সুন্দর গানের কথা, সুর, গায়কী, লোকেশন আর শিল্পীরা। কিন্তু এত সব সুন্দরের মাঝে আমার চোখ আটকে রইলো মনার দিকে। মানে মাহফুজ আহমেদ। কী রোমান্টিক লুক! জাস্ট প্রেমে পড়ে যাওয়ার মতো আপনি মনা।’Loading video

গানে মাহফুজ আহমেদের নায়িকার ভূমিকায় রয়েছেন শবনম বুবলী। তবে তার বিষয়ে পরীর কোনও মন্তব্য মেলেনি! বরং মনাকে পর্দায় এভাবে তুলে ধরার জন্য প্রশংসা করলেন নির্মাতা চয়নিকা চৌধুরীর। বললেন, ‘চয়নিকা চৌধুরী, তুমি সত্যিই অসাধারণ। এমন করে প্রেমটা তুমি পর্দায় তোলো, তার আরও একটা উদাহরণ হয়ে রইলো। আমার গর্ব হয় তোমার জন্যে। আমরা নিশ্চয়ই গর্ব করে বলতে পারি, আমাদের একজন চয়নিকা চৌধুরী আছেন।’

‘প্রহেলিকা’র মাধ্যমে লম্বা বিরতির পর ফের সিনেমা পর্দায় হাজির হচ্ছেন মাহফুজ আহমেদ।

রঙ্গন মিউজিকের ব্যানারে নির্মিত ছবিটির কাহিনি ও সংলাপ লিখেছেন পান্থ শাহরিয়ার। ছবিটির মুক্তির তারিখ জানানো হবে শিগগিরই।একটি দৃশ্যে মাহফুজ আহমেদ ও শবনম বুবলীএকটি দৃশ্যে মাহফুজ আহমেদ ও শবনম বুবলী

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -