নিজস্ব প্রতিনিধি: কৃষক শ্রমিক জনতা লীগ প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরোত্তম বলেছেন,দেশে মন্ত্রী হই নাই তাতে আপত্তি নাই জীবনে অনেক কিছু পেয়েছি। তিনি বলেন,অযথা কাউকে হেরাজ করা ভালো না,তেমনি নারীদের অসহায়ত্বের সুযোগ নেওয়াও ভালো না। বীর মুক্তিযোদ্ধা তোরাব আলীর আমরন অনশন কর্মসূচীর সংবাদ দেখে শনিবার বিকালে সরকারি মুজিব কলেজ মোড় ঘটনাটি শুনার জন্য এসে তিনি এসব কথা বলেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, কৃষক শ্রমিক জনতা লীগ কেন্দ্রীয় সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান খোকা বীর প্রতীক, টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি এড.রফিকুল ইসলাম, সাধারন সম্পাদক একেএম সালেক হিটলু,সহ-সভাপতি আ.হালিম সরকার লাল মিয়া,সাবেক প্রচার সম্পাদক আশিক জাহাঙ্গীর,এম এ সবুর,আলমগীর হোসেন প্রমুখ।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।