শুক্রবার, সেপ্টেম্বর ২৯, ২০২৩
Homeটাঙ্গাইল জেলামশার যন্ত্রণায় অতিষ্ঠ টাঙ্গাইল পৌরবাসী, বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা

মশার যন্ত্রণায় অতিষ্ঠ টাঙ্গাইল পৌরবাসী, বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে ডেঙ্গু রোগে আক্রান্ত রোগী সংখ্যা দিন দিন বেড়েই চলছে। ফলে প্রতিদিনই হাসপাতালে নতুন নতুন রোগী ভর্তি হচ্ছেন। সর্বশেষ গত রবিবার সকাল থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ৩ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। এনিয়ে রোগীর সংখ্যা ১৬ জনে দাঁড়িয়েছে। আক্রান্তরা বেশির ভাগই ঢাকায় ছিলেন।

এদিকে, এডিস মশার আতঙ্কে টাঙ্গাইল পৌর এলাকার ড্রেনগুলো পরিষ্কার করার পাশাপাশি খানাখন্দ ও ডোবায় জমে থাকা পানি নিষ্কাশনের দাবি জানিয়েছে পৌরবাসী। এছাড়া নিয়মিত মশার ওষুধ ছিটানো বন্ধ থাকা কার্যক্রম পুনরায় চালু করারও দাবি জানান পৌরবাসী।

হাসপাতাল সূত্র জানায়, জুন ও চলতি জুলাই মাসে হাসপাতালে ২৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়। এরমধ্যে ২৩ জন রোগী সুস্থ হয়ে বাড়িতে চলে গেছেন। বর্তমানে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ২ জন এবং শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

সরেজমিনে দেখা যায়, হাসপাতালে ডেঙ্গু রোগীর জন্য আলাদাভাবে মশারির ব্যবস্থা করেছে। চিকিৎসকরাও রোগীকে পরামর্শ দিচ্ছেন। ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীরা জানান, হঠাৎ করে জ্বর এলে চিকিৎসকের পরামর্শে রক্ত পরীক্ষা করলে ডেঙ্গু রোগ ধরা পড়ে। পরে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

পৌরসভার বাসিন্দা আনোয়ারুল কবির, হাসমত আলী, ইশরাত জাহান, রেজাউল করিম সহ অনেকেই জানান, মশা তাড়ানোর জন্য পৌর সভা থেকে মশার ওষুধ ছিটানো হত। কিন্তু বর্তমান মেয়র নির্বাচিত হওয়ার পর মশক নিধনে কোন উদ্যোগ নিয়েছেন বলে তাদের জানা নেই।

টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া কলেজ শিক্ষার্থী রিফাত মিয়া জানান, ঈদের ছুটিতে তিনি ঢাকা থেকে গ্রামের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মোকনায় আসেন। আসার পর তার জ্বর অনুভব হয়।

এর মধ্যে তার বাবা ও ভাই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়। তিনি গত ২ জুলাই শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরে চিকিৎসক টেস্ট করতে বললে তার ডেঙ্গু রোগ ধরা পড়ে। তবে বর্তমানে তিনি সুস্থ রয়েছেন।

শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত কর্মকর্তা জানান, তাদের ওখানে ডেঙ্গু আক্রান্ত ৮ জন রোগী ভর্তি হয়েছিলেন। এরমধ্যে ৭ জন সুস্থ হয়ে বাড়িতে চলে গেছেন। বর্তমানে একজন রোগী চিকিৎসা নিচ্ছেন। তারা আক্রান্ত রোগীদের শতভাগ চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করছেন।

এ বিষয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. খন্দকার সাদেকুর রহমান জানান, বর্তমানে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। তবে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। বর্তমানে আক্রান্তদের বেশির ভাগ রোগীই ঢাকায় বসবাস করছিলেন। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি মানুষের ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন এবং জমানো পানি পরিষ্কার রাখতে হবে। যাতে

তিনি আরও জানান, ডেঙ্গুর লার্ভা তৈরি না হয় ও বংশ বিস্তার করতে না পারে। প্রয়োজেন রাতে ঘুমের সময় কয়েল কিংবা মশারি টাঙ্গিয়ে ঘুমাতে হবে। ডেঙ্গু রোগীর মূল লক্ষণগুলো হলো- তীব্র জ্বর, মাথা শরীর এবং হাড়ে ব্যথা থাকবে। এ রকম লক্ষণ দেখা দিলে শিগগিরই হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন তিনি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -