এনায়েত করিম বিজয় (বাসাইল) :
টাঙ্গাইলের বাসাইল উপজেলার সুন্যা সম্মিলিত আলিম মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা বেল্লাল হোসেন সিরাজীর অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকদের মাঝে। গত শনিবার বিকেলে তার গ্রামের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে এই শিক্ষক মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। তিনি ১৭ বছর ধরে এই মাদ্রাসায় ভাইস প্রিন্সিপালের দায়িত্বরত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার কন্যা, এক পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
উল্লেখ্য, তিনি একাধারে বাসাইল উপজেলা কওমী ওলামা পরিষদের সভাপতি, কলিয়া উত্তরপাড়া জামে মসজিদে পেস ইমাম ও দেশের বিভিন্ন অঞ্চলে তাফসির মাহফিলে ওলামায়ে কেরাম হিসেবে খ্যাতি অর্জন করেন। তার মৃত্যুতে ওলামা পরিষদ গভীর শোক প্রকাশ করেন।
সুন্যা সম্মিলিত আলিম মাদ্রাসার অধ্যক্ষ এসএম শরিফুল ইসলাম তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।