নিজস্ব প্রতিবেদক: কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা ও ‘হত্যার’ বিচার দাবিতে টাঙ্গাইলে মাথায় লাল কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে টাঙ্গাইল পৌর শহরের রেজিস্ট্রিপাড়া এলাকায় শাহীন স্কুলের সামনে থেকে কিছু সংখ্যক শিক্ষার্থী মিছিল বের করে। মিছিলটি শহরের বিন্দুবাসিনী বালিকা উচ্চ বিদ্যালয় মোড়ে পৌঁছালে পুলিশের বাধায় ছত্রভঙ্গ হয় শিক্ষার্থীরা।
এদিকে, শহরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শহরে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহল দিচ্ছে।
অপরদিকে, টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) শিক্ষার্থীরা চলমান কোটা সংস্কার আন্দোলন প্রত্যাহার করেছেন। আজ মঙ্গলবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা এ তথ্য জানান। মাভাবিপ্রবির কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্বে থাকা শিক্ষার্থীরা ঢাকার নেতাদের সঙ্গে জুম মিটিং শেষে এ সিদ্ধান্তের ঘোষণা দেন।
এসময় জুম মিটিংয়ে অংশ নেন- কোটা সংস্কারের দাবিতে ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীদের নেতৃত্বে থাকা অর্থনীতি বিভাগের শিক্ষার্থী তৌকির আহমেদ, পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফিহাদ হোসেন, বিএমবি বিভাগের শিক্ষার্থী আরিফুল ইসলাম, পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুখী আক্তার, জুনায়েদ আলী প্রমুখ।
প্রেস বিজ্ঞপ্তিতে আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা জানান, দেশে কোটা সংস্কার আন্দোলন শুরু হওয়ায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল সাধারণ শিক্ষার্থী এ আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এবং শান্তিপূর্ণ আন্দোলন করেন। দাবি আদায়ের লক্ষ্যে সাধারণ শিক্ষার্থীরা টানা কয়েকটি দিন শান্তিপূর্ণ আন্দোলন করেছে।
গত ১৭ জুলাই হল বন্ধ করে দেওয়ার পরে সাধারণ শিক্ষার্থীরা বাসায় চলে যায় এবং কোনো প্রকার আন্দোলন, বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা বা কোনো প্রকার সহিংসতার সঙ্গে তারা কোনোভাবে সম্পৃক্ত হয়নি। সংঘটিত সহিংসতার সঙ্গে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সম্পর্ক নেই।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।