সাতক্ষীরার দেবহাটায় চতুর্থ শ্রেণির এক প্রতিবন্ধী ছাত্রকে ধর্ষণের অভিযোগে শামসুজ্জামান (৫২) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহ জানান, এ ঘটনায় শুক্রবার মামলা দায়ের হয়েছে।
গ্রেফতার শামসুজ্জামান কুলিয়া এলাহী বকস্ দাখিল মাদ্রাসার ক্রীড়া শিক্ষক এবং দক্ষিণ কুলিয়ার বাসিন্দা।
মামলা সূত্রে জানা গেছে, শিক্ষক শামসুজ্জামান মাদ্রাসার চতুর্থ শ্রেণির ওই ছাত্রকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় শুক্রবার দুপুরে ভিকটিমের বাবা বাদী হয়ে দেবহাটা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
পুলিশ জানায়, মামলা দায়েরের দুই ঘণ্টার মধ্যে অর্থাৎ সাড়ে ৪টার দিকে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে অভিযুক্ত শামসুজ্জামানকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে ইতোপূর্বে একাধিকবার ছাত্র ধর্ষণের অভিযোগ আছে।
দেবহাটা থানার ওসি জানান, গ্রেফতার শিক্ষকের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগও রয়েছে।