সাইফুল মজুমদার, মাভাবিপ্রবি প্রতিনিধিঃ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক অর্ডিন্যান্স সংশোধন, রাজনীতি উন্মুক্ত করা, সার্বক্ষণিক নিরবিচ্ছিন্ন বিদ্যুত, আবাসন ব্যবস্থা, ২৪ ঘন্টা চিকিৎসা সেবাসহ ১৪ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (মাভাবিপ্রবি) সাধারন শিক্ষার্থীরা।
গতকাল ২৯ এপ্রিল বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার সামনে থেকে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি পুলিশের বাধা উপেক্ষা করে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে এসে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা।
এসময় বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের মার্স্টাসের শিক্ষার্থী সজীব তালুকদার, ৪র্থ বর্ষের শিক্ষার্থী নিবিড় পাল ও জোবায়ের পারভেজ। এসময় বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক অর্ডিন্যান্স সংশোধন, রাজনীতি উন্মুক্ত করা, সার্বক্ষণিক নিরবিচ্ছিন্ন বিদ্যুত, আবাসন ব্যবস্থা, ২৪ ঘন্টা চিকিৎসা সেবাসহ ১৪ দফা বাস্তবায়নের দাবি জানানো হয়। অন্যথায় আরো কঠোর আন্দোলনে যাওয়ার হুশিয়ারি দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।