সাইফুল মজুমদার,মাভাবিপ্রবি প্রতিনিধিঃ পরিবেশ রক্ষায় বৈশ্বিক তাপমাত্রা রোধে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মঙ্গলবার সারাদিনব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি পালন করে।
ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারন সম্পাদক এস এম জাকির হোসাইনের নির্দেশক্রমে গতকাল ক্যাম্পাসে এই কর্মসূচি পালন করা হয়। বৃক্ষরোপনে ছাত্রলীগের বেশকিছু নেতাকর্মী অংশ নিয়েছিলেন। এসময় তাদের মধ্যে ব্যাপক উৎসাহ কাজ করতে দেখা যায়।
কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে সারাদেশের মত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (মাভাবিপ্রবি) শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় বৃক্ষরোপন কর্মসূচি সুষ্ঠুভাবে পালন করে।
টাঙ্গাইল অঞ্চলের এই পাবলিক বিশ্ববিদ্যালয়টির তথা মাভাবিপ্রবি শাখা ছাত্রলীগের সময়োপযোগী মহতী উদ্যোগটি সব মহলের প্রশংসা কুড়িয়েছে।