নিজস্ব প্রতিবেদক: মায়ের স্বপ্ন পূরণ করতে বাবাকে সাথে নিয়ে হেলিকপ্টারে টাঙ্গাইল পৌরসভার ৯ নং ওয়ার্ডের অলোয়া তানিরী এলাকার বীর মুক্তিযোদ্ধা আক্কাছ আলী সরকারের কন্যা শিবলী সরকার স্বর্ণালীকে বিয়ে করতে আসে বর ইমরুল হাসান সিকদার (৩২)। তিনি কক্সবাজারের রিসোর্ট ব্যবসায়ী।
শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে একটি বেসরকারি হেলিকপ্টারযোগে বর ইমরুল হাসান সিকদার ও বরযাত্রী নামেন টাঙ্গাইলের পৌর এলাকার অলোয়া বরটিয়া উচ্চ বিদ্যালয় মাঠে। বরের সাথে ছিলেন- বাবা কামাল উদ্দিন সিকদার ও মা সেলিনা আক্তার সিকদার। বরযাত্রীকে আনুষ্ঠানিকভাবে বরণ করেন কনেপক্ষের সদস্যরা।
এদিকে, হেলিকপ্টার ও বর দেখতে উৎসুক জনতা ভীর করেন বিদ্যালয় মাঠে। পরে বিবাহ অনুষ্ঠান শেষে বিকাল পৌনে পাঁচটার দিকে হেলিকপ্টারযোগে কনে নিয়ে রওনা হন বরযাত্রী। ৩০ লাখ টাকার মধ্যে ওয়াসিল (নগদ) ১৬ লাখ টাকা দেনমোহরানায় বিবাহটি সম্পাদন করেন ওয়ার্ডের নিকাহ্ রেজিস্ট্রার কাজী মাওলানা হায়দার আলী।
কনের বাবা বীরমুক্তিযোদ্ধা আক্কাছ আলী সরকার বলেন, কনেকে হেলিকপ্টারে নিয়ে যাওয়ার কথা আগেই জানিয়ে ছিল বরপক্ষ। বরের মায়ের ইচ্ছেপূরণ করতে এই আয়োজন করে।
বর ইমরুল হাসান সিকদার বলেন, আমার মায়ের ইচ্ছে ছিল হেলিকপ্টারে আমার বিয়ে হবে। সেই স্বপ্নপূরণ করতে আমি বাবা মাকে সাথে নিয়ে হেলিকপ্টার নিয়ে বিয়ে করতে এসেছি।
বরের মা সেলিনা আক্তার বলেন, আমার স্বপ্নপূরণ করতে ইমরুল এই আয়োজন করেছে। আমি ভীষণ খুশি। তাদের জীবন সুখ ও শান্তিময় হোক।
এ বিষয়ে টাঙ্গাইল পৌরসভার ৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুর রাজ্জাক বলেন, হেলিকপ্টারযোগে এলাকায় এটিই প্রথম বিয়ে। হেলিকপ্টার ও বিয়ের অনুষ্ঠান দেখতে স্থানীয় উৎসুক জনতা ভীড় করে। পরে বিবাহ অনুষ্ঠানে শেষে বরযাত্রী কনে নিয়ে ঢাকার উদ্দেশ্য রওনা হন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।