নিউজ টাঙ্গাইল ডেস্ক:
টাঙ্গাইলের মির্জাপুর থেকে রানা নামে এক যুবক নিখোঁজের তিন দিন পর গাজীপুরের ফুলবাড়িয়ার একটি গজারি বন থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় লাশটি উদ্ধার করা হয়।
খুন হওয়া রানা মির্জাপুর উপজেলার হাট ফতেপুর গ্রামের ফারুক হোসেনের ছেলে। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন বলে জানা গেছে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন- মির্জাপুর উপজেলার হাট ফতেপুর গ্রামের আরাফাত, কালিয়াকৈর উপজেলার ফুলবাড়ির শাকিল, রানা ও টুটুল।
গ্রেপ্তাররা মোটরসাইকেল ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে খুন করেছে বলে জানায় পুলিশ।
পুলিশ আরো জানায়, একই গ্রামের বাসিন্দা আরাফাত মোবাইল ফোনে রানাকে মোটরসাইকেল নিয়ে কালিয়াকৈর আসতে বলে। ফোন পেয়ে রানা কালিয়াকৈর বাসস্ট্যান্ডে গেলে সেখানে একটি দোকানে বসে কোমল পানীয় পান করে। সেখানে কোমল পানীয়ের সঙ্গে তারা নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে রানাকে পান করিয়ে অচেতন করে। পরে আরাফাতের সহযোগীরা মিলে রানাকে মোটরসাইকেলে বসিয়ে ফুলবাড়িয়ার পাইকপাড়া গজারি বনে নিয়ে খুন করে মোটরসাইকেল ছিনিয়ে নেয়।
মির্জাপুর থানার উপ-পরিদর্শক নুর মোহাম্মদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মোটরসাইকেল উদ্ধারে অভিযান চলানো হচ্ছে।
প্রসঙ্গত, শনিবার মোবাইলে কল পেয়ে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হয়ে নিখোঁজ হন রানা।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।