সোমবার, সেপ্টেম্বর ১৬, ২০২৪
Homeটাঙ্গাইল জেলামির্জাপুরমির্জাপুরে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

মির্জাপুরে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিউজ টাঙ্গাইল ডেস্ক :  মির্জাপুরে আটশ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার রাত দেড়টার দিকে উপজেলার আনাইতারা ইউনিয়নের চৌবাড়িয়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন মানিকগজ্ঞ জেলার হরিরামপুর থানার ঝিটকা গ্রামের রতন মিয়ার ছেলে সাইদুর রহমান, মির্জাপুর উপজেলার আনাইতারা গ্রামের চৌবাড়িয়া গ্রামের শাজাহান মিয়ার ছেলে উজ্জল মিয়া (২৬) ও মানিকগজ্ঞ জেলার সাটুরিয়া থানা ভাটরা  গ্রামের আব্দুল আজিজ মিয়ার ছেলে আলমগীর হোসেন(৩৫)।

পুলিশ জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে রাজধানী ঢাকা থেকে মাদক নিয়ে এসে এই এলাকায় বিক্রি করতো।

গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে উপ পরিদর্শক (এসআই) বদিউজ্জামান, এসআই শফিকুল আলম, এসআই কমল, এএসআই রফিক ও বাশারের নেতৃত্বে পুলিশ মাদক বিক্রির সময় তাদের ঘিরে ফেলে আটক করে।

এ ব্যাপারে মির্জাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম মিজানুল হক বলেন, গ্রেপ্তারকৃতদের নামে মাদক আইনে মামলা হয়েছে। সোমবার সকলে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরন করা হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -