টাঙ্গাইলের মির্জাপুরে ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো দেলদুয়ার উপজেলার এলাসিন গ্রামের ছামছুল হকের ছেলে মো. আনোয়ার হোসেন (৩০) ও মির্জাপুর উপজেলার বেগম দুল্যা গ্রামের ফালু মিয়ার ছেলে মো. মোবারক (৩০)। পুলিশ বৃহস্পতিবার ভোর রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাস এলাকা থেকে তাদের গ্রেফতার করে।
পুলিশ সূত্র জানান, একদল ডাকাত মহাসড়কের ওই স্থানে ডাকাতির প্রস্তুতির খবর গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে পুলিশ অভিযান চালায়। এসময় ডাকাতদল পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ দৌড়ে দুই ডাকাতকে গ্রেফতার করে। এ সময় বাকি ডাকাতরা পালিয়ে যায়।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন বলেন, মহাসড়কের মির্জাপুর বাইপাস এলাকায় ডাকাতির প্রস্তুতির সময় ২ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।