সোমবার, মার্চ ২০, ২০২৩
Homeটাঙ্গাইল জেলামির্জাপুরমির্জাপুরে দুই ড্রেজার মেশিন ধ্বংস

মির্জাপুরে দুই ড্রেজার মেশিন ধ্বংস

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় লৌহজং নদী থেকে অভৈধভাবে বালু উত্তোলনের কারণে ২টি ড্রেজার মেশিন ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার দুপুরে গেড়ামারা এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমীন। ওই সময় পরিত্যক্ত অবস্থায় একটি মোটরসাইকেল জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত।
জানা গেছে, স্থানীয় কয়েকজন প্রভাবশালী বালু লুটেরা উপজেলার বহুরিয়া ইউনিয়নের গেড়ামারা গ্রামের শিল্পপতি নুরুল ইসলাম ব্রিজের নিচ থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন শুরু করে। এর ফলে নবনির্মিত ব্রিজটি হুমকির মুখে পড়ে। খবর পেয়ে শনিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনকারীরা পালিয়ে যান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইসরাত সাদমীন বলেন, বালু উত্তোলনের সঙ্গে জড়িত কাউকে পাওয়া যায়নি। ড্রেজার দুটি ধবংস করা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -