মির্জাপুর প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত ও ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলামকে গণ সংবর্ধনা দেওয়া হয়েছে।রবিবার বিকাল প্রায় ৪ টার সময় শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর শরীফ মাহমুদের সভাপতিত্বে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন,টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি রীর মুক্তিযোদ্ধা এড.জোয়াহেরুল ইসলাম(ভিপি জোয়াহের)।
এসম আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুজ্জামান সোহেল,জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য ড.মেজর(অব)খন্দকার এ হাফিজ ও কার্যকরী সদস্য রাফিউর রহমান ইউসুফ জাই সানি,
মির্জাপুর পৌর সভার মেয়র সালমা আক্তার,
উপজেলা যুবলীগের আহবায়ক শামীম আল মামুন,উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আবিদ হোসেন শান্ত,বিআরডিবি সভাপতি জহিরুল হক জহির,কৃষক লীগের সাধারণ সম্পাদক সাবেক ভিপি আবু সাঈদ মিয়া,পৌর আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশীদ ও সাধারণ সম্পাদক আলম মিয়া প্রমূখ।
গণ সংবর্ধনা অনুষ্ঠান শেষে রাতে উপজেলা বাসীর জন্য কনসার্টের আয়োজন করেন ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত।এতে গান পরিবেশন করেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী সালমা আক্তার ও প্রতীক হাসান।