মঙ্গলবার, অক্টোবর ১৫, ২০২৪
Homeটাঙ্গাইল জেলামির্জাপুরমির্জাপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মির্জাপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মির্জাপুর প্রতিনিধি:
বংশাই নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ঝুমা শীল (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের গোড়াই শীলপাড়া এলাকায় বংশাই নদীতে এ ঘটনা ঘটেছে।

স্থানীয় লোকজন জানায়, ঝুম শীলের পিতার নাম নেপাল চন্দ্র শীল। সে টাঙ্গাইল কটন মিলস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। বৃহস্পতিবার বিকেলে ঝুমা ও তার সহপাঠীরা মিলে সখের বসত বংশাই নদীতে গোসল করতে যায়। নদীতে প্রবল স্রোত থাকায় গোসলের এক পর্যায়ে ঝুমা পানিতে তলিয়ে যায়। তার সহপাঠীরা স্থানীয় লোকজনদের ঘটনাটি জানালে তারা তাৎক্ষনিক নদীতে নেমে ঝুমাকে উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে মির্জাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দায়িত্বশীল কর্মকর্তা মো. আলমীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাটি তারা পরে জানতে পেরেছেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -