মোঃ কাইয়ুম মিয়া: টাঙ্গাইলের মির্জাপুরে বাল্যবিয়ের আয়োজন করায় কনের বাবাকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দিবেন না বলে মুচলেকা দিয়েছেন কনের বাবা।
বুধবার সকালে মির্জাপুর পৌর এলাকার কান্ঠালিয়া গ্রামে বিয়ে বাড়িতে গিয়ে এই জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন।
জানা গেছে, ওই গ্রামের অষ্টম শ্রেণিতে পড়ুয়া ওই মেয়ের বিয়ের প্রস্তুতি হচ্ছিল। মঙ্গলবার রাতে গায়ে হলুদের অনুষ্ঠান সম্পন্ন হয়। বুধবার ছিল কনের বাড়িতে বিয়ের অনুষ্ঠান। পরে খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত হাজির হয় বিয়ে বাড়িতে।
সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বাল্য বিয়ের ঘটনায় কনের বাবাকে জরিমানাসহ প্রাপ্তবয়স্ক হওয়ার আগে মেয়ের বিয়ে দিবেন না মর্মে মুচলেকা নেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন
-
"নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল
SUBSCRIBE করতে ক্লিক করুন।