বুধবার, মার্চ ২২, ২০২৩
Homeটাঙ্গাইল জেলামির্জাপুরমির্জাপুরে বিদেশি মদ উদ্ধার

মির্জাপুরে বিদেশি মদ উদ্ধার

 

টাঙ্গাইলের মির্জাপুরে একটি বাড়ি থেকে ৩৪টি বেয়ার ও ৬ বোতল বিদেশি বিভিন্ন ব্যান্ডের মদ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার জামুর্কী ইউনিয়নের পাকুল্যা পালপাড়া গ্রামের অমূল্য পালের বাড়িতে এ অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। এ সময় বাড়ির মালিক অমূল্য পাল ও তার ছেলে শুভ পাল পালিয়ে যান।

পুলিশ জানায়, পাকুল্যা পালপাড়া গ্রামের অমূল্য পাল ও তার ছেলে শুভ পাল দীর্ঘদিন ধরে গোপনে বাড়িতে বিদেশি মদ ও বেয়ার বিক্রি করে আসছিল। গোপন সংবাদে বৃহস্পতিবার রাতে পুলিশ তাদের বাড়িতে অভিযান চালিয়ে শুভ পালের বসত ঘরের ভেতর থেকে ৩৪টি ব্লাক ডেভিট বেয়ার ও বিভিন্ন ব্যান্ডের ৬ বোতল বিদেশি মদ উদ্ধার করে।

এ ব্যাপারে মির্জাপুর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান মির্জাপুর থানার উপ পরিদর্শক বদিউজ্জামান।

মির্জাপুর থানায় সদ্য যোগ দেয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মিজানুল হক বলেন, মাদক বিক্রেতাদের ধরতে অভিযান অব্যাহত থাকবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -