নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের মির্জাপুরে বিয়ে বাড়ি থেকে ফেরার পথে নৌকাডুবে বরের বড় ভাইসহ তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকালে উপজেলার তরফপুর ইউনিয়নের তরফপুর দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তরফপুর ইউপি চেয়ারম্যান আজিজ রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নৌকা ডুবির ঘটনায় কেউ নিখোঁজ রয়েছে কি না তা তাৎক্ষণিক জানা যায়নি।
শিশুসহ তিন বরযাত্রীরা হলেন- উপজেলার বহুরিয়া ইউনিয়নের মুন্দিরাপাড়া গ্রামের সিঙ্গাপুর প্রবাসী রিপন চৌধুরী (৪০), তার চাচাত ভাই ইতালি প্রবাসী কহিনুর মিয়ার মেয়ে স্নেহা আক্তার (৮) এবং ভাওড়া ইউনিয়নের হাড়িয়া গ্রামের সেলিম মিয়ার ছেলে আসিফ মিয়া (২০)। রিপন চৌধুরী বর টুটুল চৌধুরীর বড় ভাই।
পরিবার ও স্থানীয়রা জানান, বৃৃহস্পতিবার মুন্দিরাপাড়া গ্রামের ইন্তাজ আলী চৌধুরীর ছেলে টুটুল চৌধুরীর সঙ্গে তরফপুর গ্রামের মজনু মিয়ার মেয়ে লিপা আক্তারের বিয়ের দিন ধার্য ছিল। দুপুরের খাবারের পর তরফপুর গ্রামের মজনু মিয়ার বাড়ি থেকে কয়েকজন বরযাত্রী কানু মিয়ার নৌকাযোগে স্থানীয় বুইড়া বিল পাড়ি দেন। দ্বিতীয়বার শিশু ও নারীসহ ৭/৮ জন মির্জাপুর-তরফপুর সড়কে রাখা মাইক্রোবাসের উদ্দেশ্যে ওই নৌকায় বিল পাড়ি দেওয়ার জন্য উঠেন।
এ সময় নৌকায় থাকা এক নারী পানিতে একটি বিশাল আকৃতির সাপ দেখে ভয় পেয়ে চিৎকার করে নৌকা ডুলতে থাকে। এতে অন্যরাও ভয়ে চিৎকার করতে থাকলে নৌকা হেলে-দুলে পানিতে ডুবে যায়। এতে অন্যরা সাঁতরে তীরে উঠতে পারলেও ওই তিনজন ডুবে যান। স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করেন। এ ঘটনার পর কনেকে রেখে বরসহ তার বরযাত্রীরা ফিরে আসেন। বর ও কনেরে বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।
এ ঘটনায় ওই গ্রামের বরযাত্রী ওয়াজ উদ্দিন জানান, নৌকার যাত্রীরা বড় আকারের একটি সাপ দেখে ভয় পান। সাপটি নৌকার দিকে এগিয়ে আসতে দেখে তারা নৌকার এক পাশে গেলে তা পানিতে উল্টে যায়। এতে শিশুসহ তিনজন মারা যায়।
এ ঘটনায় মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানতে পেরেছি শিশুসহ তিনজনের মৃত্যু হয় এবং উদ্ধার করা হয়েছে। তবে, কতজন যাত্রী নৌকায় ছিল তা এখনো জানতে পারেনি। পুলিশ কাজ করছে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।