- নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের মির্জাপুরে মহাসড়ক পার হওয়ার সময় বেপরোয়া একটি বাস চাপায় একই পরিবারের মা ও তার দুই শিশু সন্তানসহ তিন জনের মৃত্যু হয়েছে।
শনিবার (১৬ জুলাই) দুপুর পৌনে ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার জামুর্কী এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনার ঘটনার পরপরই মহাসড়ক অবরোধ করে এলাকাবাসী। এতে মহাসড়কের ২৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়।
নিহতরা হলেন- মির্জাপুর উপজেলার বাশতৈল এলাকার বাসিন্দা মাসুদের স্ত্রী পারভিন আক্তার (২৮) ও তার ছেলে সুমন (৮) ও মেয়ে সাদিয়া (৬)।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (এ.এসআই) মো. নবীন বলেন, ‘আহত অবস্থায় হাসপাতালে দুইজনকে আনা হয়েছিল। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’
এ ব্যাপারে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম জানান, হেটে সড়ক পার হওয়ার সময় একটি বাস এসে তাদের চাপা দেয়। এ সময় ঘটনাস্থলে ১ জন ও হাসপাতালে ২ জনের মৃত্যু হয়।