নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদের টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ নভেম্বর) দুপুরে মির্জাপুর মাধ্যমিক শিক্ষক সমিতি ভবনে এ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে উপজেলা শাখার সভাপতি পদে আব্দুল আজিজ মন্টু এবং সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনকে নির্বাচিত করা হয়েছে।
মোঃ আবুল হোসেনের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন মির্জাপুর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ এমরান হোসেন, সাধারণ সম্পাদক মোঃ লুৎফর রহমান, একাডেমিক সুপারভাইজার পবির কুমার সরকার, মাদরাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ ফজলুর করিম, সিনিয়র সহ-সভাপতি মোঃ আতিকুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ সুলতান উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মোঃ আবদুল আলীম, সম্মেলনের প্রধান আলোচক এবং বাবেশিপ্রতৃশ্রেক পরিরষদের টাঙ্গাইল জেলার সাধারণ সম্পাদক রাজন চন্দ্র দাস, সংগঠনের জেলা শাখার সহ-সভাপতি আব্দুছ ছবুর, সহ-সভাপতি কামাল খাঁন, সহ-সাধারণ সম্পাদক রিমল তালুকদার, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন প্রমুখ।