নিউজ টাঙ্গাইল ডেস্ক:
মাদক সেবন করতে নিষেধ করায় টাঙ্গাইলের মির্জাপুরে ফটিক মিয়া (৬০) নামে এক বৃদ্ধকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে তারই ছেলে।
বৃহস্পতিবার উপজেলার বানাইল ইউনিয়নের ভাবখন্ড গ্রামে এ ঘটনা ঘটে।
মির্জাপুর থানা পুলিশ পিতাকে খুনের অভিযোগে ঘাতক ছেলেকে আটক করেছে। তার নাম ফিরোজ মিয়া (৩৫)।
পুলিশ জানায়, ভাবখন্ড গ্রামের ফটিক মিয়ার মাদকাসক্ত ছেলে ফিরোজ মিয়া কোনো আয় রোজগার না করলেও মাদক সেবন করতেন নিয়মিত। বৃদ্ধ পিতা ফটিক মিয়া অন্যের বাড়িতে কাজ করে সংসার চালাতেন। মাদকাসক্ত ফিরোজ তার বাবাকে অন্যের বাড়িতে কাজ করতে নিষেধ করলে তিনি ছেলেকে নেশা ছাড়তে বলেন। এনিয়ে বৃহস্পতিবার বেলা সাড়ে এাগারটার দিকে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায় মাদকাসক্ত ফিরোজ কুড়াল দিয়ে কুপিয়ে তার বৃদ্ধ বাবা ফটিক মিয়াকে খুন করেন।
পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছে। খুনের ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ ফিরোজকে আটক করেছে বলে মির্জাপুর থানার উপ-পরিদর্শক মনিরুজ্জামান মুন্সি জানিয়েছেন।