নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির নেতাকর্মীরা আনন্দ র্যালি করেছে। সোমবার বেলা বারটার দিকে সদরের সদয় কৃষ্ণ মডেল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মির্জাপুর কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ হয়।
সমাবেশে উপজেলা যুবলীগের আহ্বায়ক শামীম আল মামুনের সভাপতিত্বে বক্তৃতা করেন মির্জাপুর পৌরসভার মেয়র উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাহাদত হোসেন সুমন, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক উপজেলা আওয়ামী লীগের মানবসম্পদ সম্পাদক মাজহারুল ইসলাম শিপলু, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আজাহারুল ইসলাম ও আবিদ হোসেন শান্ত, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খন্দকার নাঈম হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, পৌর যুবলীগের সভাপতি ইয়াছিন মিয়া হিরা, ছাত্রলীগ নেতা তাহরিম হোসেম সীমান্ত প্রমুখ।
উল্লেখ্য, শুক্রবার শামীম আল মামুনকে আহ্বায়ক, আজাহারুল ইসলাম ও আবিদ হোসেন শান্তকে যুগ্ম আহ্বায়ক করে মির্জাপুর উপজেলা যুবলীগের ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।