বৃহস্পতিবার, জানুয়ারি ১৬, ২০২৫
Homeটাঙ্গাইল জেলামির্জাপুরমির্জাপুরে রাস্তার পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ

মির্জাপুরে রাস্তার পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের মির্জাপুরে অজ্ঞাত এক ব্যক্তির (৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৭ মে) উপজেলার লতিফপুর ইউনিয়নের গেড়াকি দক্ষিণপাড়া এলাকায় রাস্তার পাশ থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

মির্জাপুর থানা ওসি এ কে এম মিজানুল হক বলেন, সোমবার রাস্তার পাশে এক ব্যাক্তির মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে ওই ব্যক্তিকে উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে অজ্ঞাত ব্যক্তিটি পাগল ছিলো। এ ব্যাপারে রাতে থানায় একটি অপমৃত্যু দায়ের করা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -