বৃহস্পতিবার, জানুয়ারি ১৬, ২০২৫
Homeটাঙ্গাইল জেলামির্জাপুরমির্জাপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ১

মির্জাপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ১

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের মির্জাপুরে বাস চাপায় ১ জন নিহত হয়েছে। নিহত ফারুক হোসেন (৪০) চাঁপাইনবাবগঞ্জ উপজেলার শিমুলতলা গ্রামের মো. আলী হোসেনের ছেলে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ঈদের পরদিন বৃহস্পতিবার ভোর রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার গোড়াই রানারচালা বানেজ মার্কেট এলাকায় নিহত ফারুককে বহনকারী ঢাকাগামী ট্রাকের চাকা ব্রাস্ট হয়ে যায়। পরে ট্রাক থেকে নেমে মহাসড়কের পাশে দাড়িয়ে থাকে ফারুক। তার কিছুক্ষণ পরই বেপরোয়া একটি গাড়ি পেছন দিক থেকে এসে ফারুককে চাপা দিয়ে চলে যায়।

ঘটনাস্থলেই ফারুকের মৃত্যু হয়। সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে গোড়াই হাইওয়ে থানা পুলিশ। তবে ঘাতক বাসটিকে আটক করতে পারেনি পুলিশ।

এ ব্যাপারে গোড়াই হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এস.আই) ফজলু হক জানান, সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -