মুসলিম বান্ধবীদের আচরণে মুগ্ধ কলম্বিয়ান তরুণীর ইসলাম গ্রহণ

0
364

মুসলিম বান্ধবীদের আচরণে মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন কলম্বিয়ান এক তরুণী।

এই মাসের মাঝামাঝিতে (২০ অক্টোবর) টিআর ডট এজেন্সি আরবি বিষয়টি নিশ্চিত করে।

ওই তরুণীর নাম মারিয়া মেডিনা। তবে ইসলাম গ্রহণের পর জায়নাব নাম গ্রহণ করেছেন তিনি।

টিআর ডট এজেন্সি জানায়, তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ কোজায়েলির বারবারোস মসজিদে তরুণীর ইসলাম গ্রহণ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। মসজিদের ইমাম শায়খ কাদের গিলকেসের কাছে কালিমা পাঠ করে আনুষ্ঠানিকভাবে ইসলামে প্রবেশ করেন তিনি।

ইসলামে দীক্ষিত হওয়ার পর শায়খ কাদের গিলকেস নওমুসলিমা জায়নাবকে বেশ কয়েকটি ইসলামী বই ও তার মাতৃভাষায় পবিত্র কুরআনের একটি প্রতিলিপি উপঢৌকন দেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।