মঙ্গলবার, মে ৩০, ২০২৩
Homeঅপরাধমোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু

মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু

বরিশাল প্রতিনিধি: বরিশাল নগরীতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু হয়েছে। এদের একজন ঘটনাস্থলে এবং অপরজন হাসপাতালে নেয়ার পর মারা যায়।
২৬ মে বৃহস্পতিবার  রাত সাড়ে ১১ টায় শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের গেট সংলগ্ন অফিসের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুদীপ্ত সাহ গোপাল (২৪) নগরীর বাজার রোড এলাকার উত্তম সাহার ছেলে এবং অন্ত সাহ হৃদয় (২৪) একই এলাকার ব্যবসায়ী দিলীপ সাহার ছেলে। গোপাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের তৃতীয় বর্ষের ছাত্র এবং অন্ত ইনফ্রা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী মডেল থানার পরির্দশক লোকমান হোসেন নিউজ টাঙ্গাইলকে জানান, দ্রুত গতিতে টিভিএস কোম্পানীর এ্যাপাচি ফোর ভি মোটরসাইকেল চালিয়ে রুপাতলীর দিকে যাচ্ছিলেন গোপাল। তার পিছনে বসা ছিলো অন্ত। রেনেট অফিসরে সামনে একটি লাইট পোস্টের সাথে মোটরসাইকেলটির ধাক্কা লাগলে ঘটনাস্থলেই নিহত হন গোপাল। পরে স্থানীয়রা উদ্ধার করে অন্তকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে  অন্তর মৃত্যু হয়। মরদেহ দুইটি উদ্ধার করে হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। মোটরসাইকেলটিও আটক করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -