শুক্রবার, অক্টোবর ৪, ২০২৪
Homeজাতীয়ময়মনসিংহে মাত্র ২ টাকার খাবার বিতরণ

ময়মনসিংহে মাত্র ২ টাকার খাবার বিতরণ

মঞ্জুরুল ইসলাম, ময়মনসিংহ: 
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় অসহায়, পথশিশু ও হতদরিদ্রদের মাঝে মাত্র ২ টাকায় বিরিয়ানি (খাবার) ও মাস্ক বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার (২৭ নভেম্বর) ময়মনসিংহ গ্রীন লাইফ ফাউন্ডেশন এর ফুলবাড়ীয়া উপজেলার শাখার উদ্যোগে পৌর শহরের বঙ্গবন্ধু চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়
এসময় গ্রীন লাইফ ফাউন্ডেশনের উপদেষ্টা নজরুল ইসলাম জুয়েল বলেন, আমরা গত মাসে ময়মনসিংহ গ্রীন লাইফ ফাউন্ডেশন এর প্রথম শাখা উদ্বোধন করে কার্যক্রম শুরু করি। দ্বিতীয় বারের মতো সুবিধা বঞ্চিত ও পথশিশুদের মাঝে খাবার ও মাস্ক বিতরণ করলাম।
সবার দোয়া প্রত্যাশা করে তিনি আরও বলেন, যেন সারাজীবন গরিব ও অসহায় মানুষের পাশে থাকতে পারি এবং তাদের মুখে একটু হাসি ফোটাতে পারি। আসুন গরিব ও অসহায় মানুষের পাশে দাড়াঁয় তাদের সুখ দুঃখ ভাগ করে নেই।
উল্লেখ্য, গত ৩০ অক্টোবর যাত্রা শুরু করে ময়মনসিংহ গ্রীন লাইফ ফাউন্ডেশন (২ টাকার খাবার) এর ফুলবাড়ীয়া শাখার কার্যক্রম।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -