শুক্রবার, জানুয়ারি ২৪, ২০২৫
Homeটাঙ্গাইল জেলাযতদিন বাংলাদেশ থাকবে সংস্কার প্রক্রিয়া ততদিন চলমান থাকবে: টাঙ্গাইলে আহমেদ আযম খান

যতদিন বাংলাদেশ থাকবে সংস্কার প্রক্রিয়া ততদিন চলমান থাকবে: টাঙ্গাইলে আহমেদ আযম খান

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান বলেছেন, গত ৫ আগস্টের পর আমাদের যে নবযাত্রা শুরু হয়েছে, সেই নবযাত্রায় আমরা স্পষ্ট বলেছি- গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য মৌলিক সংস্কার করে আমরা অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চাই। যে নির্বাচনের জন্য ১৫ বছর ধরে বাংলাদেশের মানুষ আন্দোলন করেছে।

শনিবার (১৬ নভেম্বর) সকালে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের টাঙ্গাইল জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে জেলা বার সমিতির অডিটোরিয়ামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, কেউ কেউ মনে করেন সংস্কার শেষ করে নির্বাচনে যাবেন। সংস্কার চলমান প্রক্রিয়া, এটা শেষ হবার নয়। যতদিন বাংলাদেশ থাকবে সংস্কার প্রক্রিয়া ততদিন চলমান থাকবে। আর সেই সংস্কার প্রক্রিয়ার অগ্রযাত্রায় থাকবে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপদান। যখনই গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপদান সম্ভব হবে, তখনই প্রত্যেকটি সংস্কারও একটার পর একটা এগিয়ে যাবে। গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ।

টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা দলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল খালেক মণ্ডলের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল হালিম, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল প্রমুখ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -